
ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি, ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন জেমস অ্যান্ডারসন। তবে ইংল্যান্ডের জার্সি তুলে রাখার কদিনের মাঝেই ব্রেন্ডন ম্যাককালামের দলের ‘পেস বোলিং মেন্টর’ হিসেবে দায়িত্ব নেন তিনি। কোচিংয়ের সঙ্গে যুক্ত হলেও আবারও ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে নতুন এক বছরের জন্য চুক্তি করেছেন সাবেক এই পেসার।