
টেস্ট বাদ দিয়ে বিদেশি লিগে খেলবেন উইলিয়ামসন
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই সিরিজে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। তিনি টানা দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন। ফলে তিনি নিউজিল্যান্ডের হয়ে সব সিরিজে খেলতে বাধ্য নন।