
বসিস্তোকে নিতে ইমরুলকে পরামর্শ দিয়েছিলেন মার্শ
পুরো নাম উইলিয়ামস গিলস বসিস্তো। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। তবে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি কখনই। তবে তার অধীনে খেলা ক্যামেরন ব্যানক্রফট, অ্যাস্টন টার্নার ও ট্রাভিস হেড পেয়েছেন তারকা খ্যাতি। তবে নিজেকে বিশ্ব জুড়ে পরিচিত করতে পারেননি বসিস্তো।