
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল, মিডিয়ার দায়িত্বে ইফতেখার
সরকার পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরিতে বিসিবিতে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। লম্বা সময় পর বিসিবিতে ফিরেই সভাপতির দায়িত্ব নেন ফারুক। তবে তার সঙ্গে বিসিবিতে প্রবেশ করা নাজমুল আবেদিন কোন পদে দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চিত ছিল না। বিনা নোটিশে পরপর তিনটি সভায় উপস্থিত না থাকায় নাজমুল হাসান পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়।