
বাংলাদেশকে আবারও কঠিন সময় দিয়ে সিরিজ জিততে চায় আরব আমিরাত
প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগালেও অনভিজ্ঞতার কারণে বাংলাদেশের সঙ্গে পেরে উঠতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে অবশ্য স্বাগতিকদের পথ দেখালেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কের ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় এনে দিয়েছেন তিনি। অবিশ্বাস্য জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আরও কঠিন সময় উপহার দিয়ে সিরিজ জিততে চায় স্বাগতিকরা।