
বিপিএলে ঢাকা শিবিরে যোগ দিলেন হামজা-শাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিয়েই একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। বেশ কিছুদিন আগেই আফগানিস্তানের দুই অলরাউন্ডার ফারমানউল্লাহ শাফি এবং আমির হামজাকে দলে ভেড়ায় তারা। এবার এই দুজনই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাদের বরণ করে নেয় ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।