
‘রাতের ভোটকেও হার মানিয়েছে বিসিবি নির্বাচন’
সোমবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আসন্ন এই নির্বাচনে অনিয়মের অভিযোগে একের পর এক প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের ঠিক আগেরদিন সরে দাঁড়ালেন ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। গত ১ অক্টোবর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। তবে এরপরও একের পর এক প্রার্থী সরে দাঁড়িয়েছেন।