
৯ বছর ও ১১ ম্যাচ পর আবাহনীকে হারাল মোহামেডান
ইবাদত হোসেনের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। আবাহনী লিমিটেডের বাঁহাতি ওপেনারকে আউট করে আগ্রাসী উদযাপনে পারভেজ ইমনের দিকে খানিকটা তেড়েই গেলেন ইবাদত। ছন্দে থাকলেও মর্যাদার লড়াইয়ে ব্যর্থ হওয়া ইমন ড্রেসিং রুমে ফিরলেন চুপচাপ ভঙ্গিতেই।