
আরেকটি বড় হার চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কাকে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও তাদের বড় হার চোখ রাঙাচ্ছে। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিশাল রানে রীতিমতো চাপা পড়েছে স্বাগতিকরা। এই ম্যাচে আগে ব্যাট করে ২৫৭ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪১৪ রান তোলে অজিরা।