
১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা
সামনেই ব্যস্ত সূচি ইংল্যান্ডের। এর আগেই বড় ধাক্কা খেল দলটি। সামনেই জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংলিশদের। এই সিরিজ দুটিতে পাওয়া যাবে না অলি স্টোনকে। এই পেসার হাঁটুর চোটে পড়েছেন।