
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
সবশেষ ডিসেম্বরে বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনাল হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবারের মঞ্চটা অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে। সেরা চারে জায়গায় করে নেয়াটা এমনিতেই কঠিন ছিল বাংলাদেশের মেয়েদের জন্য। লড়াইয়ে টিকে থাকতে ভারতকে হারাতেই হতো সুমাইয়া আক্তারদের।