
চোট কাটিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নাইট
চলতি বছরের মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন হেইদার নাইট। চোটের কারণে কদিন আগে ভারতের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। পুরোপুরি সেরে না উঠলেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন বলে আশা ইসিবির।