
‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হিসেবে না, কোহলি খেলতে চান সিংহের মতো
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন তার নজর মূলত ওয়ানডে ক্রিকেট এবং আইপিএলে। ওয়ানডে ক্রিকেটে পুরো ৫০ ওভার ফিল্ডিং করতে হয়, তবে আইপিএলে চাইলে ব্যাটিংয়ের পরই বিশ্রামে যাওয়া যায়। কারণ সেখানে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবস্থায় একজন খেলোয়াড় শুধুই ব্যাটিং বা বোলিং করতে পারেন।