
হেলস-টেলরকে দিয়ে সৌম্যর অভাব মেটাতে চান আর্থার
ঠান্ডা মেজাজে চোখ জুড়োনো সব শট খেলে সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন সৌম্য সরকার। তবে কয়েক বছরের ব্যবধানে উড়তে থাকা সৌম্য ক্যারিয়ারের উল্টো চিত্রও দেখেছিলেন। একটা সময় জাতীয় দল থেকেও ব্রাত্য হয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। মাঝে সুযোগ পেয়েছেন, খেলেছেন কিন্তু সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। তবে সবশেষ কয়েক মাসে যেন নিজের পুরনো ছন্দের সুরে তাল মেলাতে পারছেন সৌম্য।