
রাজশাহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন সামারকুন
বিপিএলে পারিশ্রমিক বিতর্ক এবং দুর্বার রাজশাহী যেন এক সুতোয় গাঁথা। পুরো আসরে জুড়ে রাজশাহী আলোচনায় ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে। প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়া রাজশাহীর হয়ে একটি ম্যাচ খেললেও টাকা পাননি লাহিরু সামারকুন। টাকা না দিলে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার।