
ধোনির নেতৃত্বে খেলতে না পারার আফসোস সূর্যকুমারের
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
সাউথ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। যুব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর খেলেছেন চেন্নাই সুপার কিংসেও। প্রোটিয়া দলেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। তাকে অনেকেই বেবি এবি বলে ডেকে থাকেন।
৫ ম্যাচে ৮১ রান—গড় ১৬.২০! এমন পারফরম্যান্সের পর ভারতের ওয়ানডে একাদশ থেকে বাদ পড়েছিলেন বীরেন্দর শেবাগ। একাদশ থেকে জায়গা হারিয়ে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের কথা ভেবেছিলেন সাবেক এই ডানহাতি ওপেনার। তবে শচীন টেন্ডুলকারের পরামর্শে অবসর নেননি তিনি। পরবর্তীতে জাতীয় দলে ফেরার পাশাপাশি ভারতের জার্সিতে ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন শেবাগ।
২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেটিং কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর ঘটনায় মহেন্দ্র সিং ধোনির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় অবশেষে অগ্রগতি হচ্ছে। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। ২০২৫ মৌসুমে ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব নেন ধোনি। পুরো মৌসুমজুড়েই তার অবসরের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পার হলেও ধোনি কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক হয়ে আসছেন আর্জেন্টাইন অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। ডিসেম্বর ১৩ থেকে ১৫ পর্যন্ত ভারত সফরের অংশ হিসেবে তিনি মুম্বাই সফর করবেন বলে নিশ্চিত করেছে একটি স্থানীয় সংস্থা, জানিয়েছে দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিকেটবিশ্বে আলাদা এক উপাধি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ডাকা হত ‘ক্যাপ্টেন কুল’। এবার নিজের সেই জনপ্রিয় ডাকনামকে আনুষ্ঠানিকভাবে নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেললেন ধোনি।
হেডিংলিতে বেন স্টোকসের স্লোয়ার ইয়র্কার ডেলিভারিতে পয়েন্টে ঠেলে দিয়ে ৯৯ রানে পৌঁছান ঋষভ পান্ত। সেঞ্চুরি পেতে স্বাভাবিকভাবেই একটু সাবধান হয়ে খেলার কথা ভারতের উইকেটকিপার ব্যাটারের। অথচ পরের ওভারে শোয়েব বশিরের বলে একটু এগিয়ে এসে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি তুলে নিলেন পান্ত। ইংল্যান্ডে পাওয়া নিজের তৃতীয় সেঞ্চুরিতে বাঁহাতি এই ব্যাটার ছাড়িয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। এমন পারফরম্যান্সে টেস্টে পান্তকে ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটার হিসেবে আখ্যা দিলেন দীনেশ কার্তিক।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি— আইসিসি হল অব ফেমে যুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ম্যাথু হেইডেন ও সাউথ আফ্রিকার ইতিহাসের সফলতম অধিনায়ক গ্রায়েম স্মিথ।
গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিয়ে আইপিএল শেষ করেছে চেন্নাই সুপার কিংস। প্রতিটি আইপিএলেই গুঞ্জন ওঠে এটাই ধোনির শেষ টুর্নামেন্ট কিনা। প্রতিবারই আইপিএল শেষে ধোঁয়াশা রেখে দেন ধোনি। এবারও এর ব্যতিক্রম হয়নি। চেন্নাইয়ের ভারপ্রাপ্ত এই অধিনায়ক জানিয়েছেন সিদ্ধান্ত নেয়ার জন্য আরও চার-পাঁচ মাস সময় আছে।
আইপিএলের চলতি মৌসুমে ব্যাট হাতে বারবারই ব্যর্থ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে শেষ ছয় ওভারের একটু আগে ব্যাট করতে নামেন তিনি। সেই সময় দলের রান রেট ছিল দশের কাছাকাছি। যদিও পরিস্থিতির সঙ্গে এই ম্যাচেও পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনি। তার সমালোচনা করেছেন সঞ্জয় বাঙ্গার।
মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে প্রতি আইপিএলের মতো চলতি মৌসুম জুড়েই ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিলেন—এ মৌসুম শেষেই বিদায় নয়! গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের পর নিজেই জানিয়ে দিয়েছেন ধোনি, অবসর নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না।