
পাকিস্তানের ২২ সদস্যের ক্যাম্পে ডাক পাচ্ছেন বাবর-রিজওয়ান-আফ্রিদি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসারের এমন পারফরম্যান্সে শিরোপাও জিতেছে লাহোর কালান্দার্স। পিএসএলে বল হাতে আলো ছড়ালেও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শাহীন আফ্রিদি। পাকিস্তানের পরের সিরিজ আগামী জুলাইয়ে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিপক্ষে, বাংলাদেশের মাটিতে।