
আফিফের হাফ সেঞ্চুরি ও হাসান-মুশফিকের বোলিংয়ে ‘এ’ দলের সিরিজ জয়
আফিফ হোসেনের হাফ সেঞ্চুরির সঙ্গে সাইফ হাসান, জিসান আলম, ইয়াসির আলী রাব্বিদের ব্যাটে জেতার জন্য যথেষ্ট পুঁজিই পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ জেতাতে বাকি কাজটা সেরেছেন মাহমুদ ও মুশফিক হাসান। ‘এ’ দলের দুই পেসার মিলে নিয়েছেন ৬ উইকেট। এ ছাড়া মাহফুজুর রাব্বির শিকার ২ উইকেট। তাদের বোলিংয়েই ১৪৪ রানে থামতে হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্সকে। তৃতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনরা।