
টপ অর্ডারে ব্যর্থ লিটনরা, গুলশানকে জেতালেন নাইম-ইলিয়াস-ফরহাদরা
জায়েদ উল্লাহর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন নিহাদ উজ জামান। তবে শর্ট কভারে থাকা বিশাল চৌধুরি ক্যাচ লুফে নেয়ায় ২ রানে ফিরে যেতে হয় তাকে। নিহাদ যখন ফিরলেন ম্যাচ জিততে গুলশান ক্রিকেট ক্লাবের তখনও প্রয়োজন ৪৫ বলে ৫১ রান। প্রায় বলে বলে রান হওয়ায় খুব বেশি বিপাকে পড়ার কথা না তাদের। ফরহাদ রেজার সঙ্গে বিশেষজ্ঞ কোনো ব্যাটার না থাকায় সমীকরণ মেলানোটা সহজও ছিল না। গুলশানের প্রয়োজনে ফরহাদ যেন ফিরলেন নিজের পুরনো দিনের ছন্দে।