
পাকিস্তান দলে মনোবিদের কোনো কাজ দেখছেন না নাজাম শেঠি
চলতি এশিয়া কাপে মাঠে ও মাঠের বাইরের বিতর্কের চাপ সামলাতে হচ্ছে পাকিস্তানকে। তার ছাপ পড়ছে পাকিস্তান দলেও। দলটির ব্যাটাররা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। এরপর দুই দলের হ্যান্ডশেক না করার বিতর্কে বিভিন্ন ভূমিকা নিয়ে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান।