ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের বড় জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা। শেষ ম্যাচে বাংলাদেশের স্পিনারদের তোপে ওয়েস্ট ইন্ডিজ ১১৭ রানে গুঁড়িয়ে গেছে। আর তাতেই ১৭৯ রানে ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।