
ঐতিহাসিক সিরিজে আয়ারল্যান্ড দলে নেই ৩ তারকা পেসার
আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে মালাহাইডে শুরু হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। প্রথমবারের মতো ইংল্যান্ডকে কোনো দ্বিপাক্ষিক সিরিজে আতিথেয়তা দেবে আইরিশরা। যদিও ঐতিহাসিক এই সিরিজে আইরিশরা পাচ্ছে না দলের অভিজ্ঞ তিন পেসার মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ফিওন হ্যান্ডকে। এই তিনজনই ইনজুরি থেকে ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।