
২৬ রানে তানজিমের এক উইকেট, গায়ানার জয়
শান মাসুদ একপ্রান্ত আগলে রাখলেন তবে হ্যাম্পশায়ারের বাকি ব্যাটাররা যেন এলেন আর গেলেন। অধিনায়কের ৭৯ রানের ইনিংসের পরও ৬ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি হ্যাম্পশায়ার। ইংল্যান্ডের প্রতিনিধিদের দেড়শর আগে আটকে দেয়ার কাজটা করেছেন ইমরান তাহির। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন।