
৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে হারজাসের ৩১৪
৭৪ বলে সেঞ্চুরি, ১০৩ বলে দুইশ আর হ্যাটট্রিক ছক্কা মেরে ১৩২ বলে ছুঁয়েছেন তিনশ। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে আলোড়ন সৃষ্টি করেছেন হারজাস সিং। ৩৫ ছক্কা ও ১৪ চারে ১৪১ বলে বাঁহাতি ব্যাটারের ৩১৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৭৪ রান তোলে ওয়েস্টার্ন সাবার্বস। সিডনি ক্রিকেট ক্লাবকে ২৮৭ আটকে দিয়ে সহজেই ম্যাচ জিতে নিয়েছে হারজাসে ওয়েস্টার্ন।