পরের বিপিএলে নোয়াখালীকে শিরোপা জেতাতে চান ইহসানউল্লাহ
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আশানরুপ পারফরম্যান্স করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। কাগজে-কলমে আসর থেকে ছিটকে না গেলেও সেই পথেই আছে আসরের নবাগত দলটি। এবার না পারলেও আগামী আসরে দলটিকে শিরোপা জেতাতে চান ইহসানউল্লাহ।