
আবু হাসিমের হ্যাটট্রিকের পরও রাজশাহীর বিপক্ষে হারল রংপুর
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুরকে চার উইকেটে হারিয়েছে রাজশাহী। সাব্বির হোসেন-এস এম মেহরবদের দারুণ বোলিংয়ের পর শাকির হোসেন শুভ্রর হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে রাজশাহী। আবু হাসিমের হ্যাটট্রিকেও পরাজয় এড়াতে পারেনি রংপুর। মৌসুমে এটি রাজশাহীর দ্বিতীয় জয়। পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে দলটি।