
অস্ট্রেলিয়ার নতুন পেস বোলিং কোচ গ্রিফিথ
আইপিএলের সবশেষ মৌসুম শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী ও বোলিং কোচের চাকরি ছেড়েছেন অ্যাডাম গ্রিফিথ। তবে ভিক্টোরিয়ার বোলিং কোচ, তাসমানিয়া এবং হোবার্ট হারিকেন্সের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়ার পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন গ্রিফিথ। অস্ট্রেলিয়ার পেসারদের পেস বোলারদের উন্নয়ন ও প্রস্তুতিতে কাজ করবেন তাসমানিয়ার সাবেক এই ক্রিকেটার।