অ্যাশেজের আগে খাওয়াজার রান বন্যা, নির্ভার নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সময়টা ভালো যায়নি উসমান খাওয়াজার। অনেকেই টেস্ট দল থেকে তাকে ছেঁটে ফেলতেও পরামর্শ দিচ্ছিলেন। তবে অ্যাশেজের আগেই দারুণ ফর্ম দেখিয়ে নির্বাচকদের নির্ভার করেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার।