চোট কাটিয়ে লক্ষ্ণৌ দলে ফিরছেন মায়াঙ্ক
ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি মায়াঙ্ক যাদব। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে মঙ্গলবার এই পেসার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে যোগ দিচ্ছেন। শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেন তিনি।
ইনজুরির কারণে আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি মায়াঙ্ক যাদব। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে মঙ্গলবার এই পেসার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে যোগ দিচ্ছেন। শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে পারেন তিনি।
পিএসএল অভিষেকেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তার স্মরণীয় অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে বড় ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স।
বিশ্ব ক্রিকেটে নিখুঁত ইয়র্কার দেয়া বোলারদের নামের তালিকা করলে উপরের দিকেই থাকবেন লাসিথ মালিঙ্গা। লঙ্কান এই কিংবদন্তি অবসরে গেছেন অনেকদিন হলো। এখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। এবার তার দলেই খেলা ট্রেন্ট বোল্ট এক ওভারে ৬টি ইয়র্কার করে অবাক করে দিয়েছেন।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ‘রিটায়ার্ড আউট’ হয়ে ফিরতে হয়েছিল তিলক বার্মাকে। দলের প্রত্যাশা পূরণ করতে না পারার কারণেই তাকে তুলে নিয়েছিল মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট। এমন সিদ্ধান্তের কারণে সমালোচনাও হয়েছে মুম্বাই দলের। তবে এরপর থেকেই যেন বদলে গেছেন তিলক।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। ইতোমধ্যেই ছয়টি ম্যাচ খেলেছে তারা, হেরেছে টানা পাঁচটি ম্যাচ। এর মধ্যে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে মুম্বাইয়ের রাজ্য দলের এক ওপেনারকে দলে ভিড়িয়েছে চেন্নাই।
তিন উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের পিএসএল অভিষেকের দিনে দল লাহোর কালান্দার্সও জিতেছে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টটিতে রশিদ খানের অভাব বেশ ভালোভাবেই পূরণ করেছেন রিশাদ, এমনটা মনে করছেন ডেভিড ভিসে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্বপ্নের মতো অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। ম্যাচ শেষে তার ভূয়সী প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
আইপিএলের এবারের আসরে জয়ের ভেলায় ভাসছিল দিল্লি ক্যাপিটালস। অবশেষে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের ম্যাচে অর্থদণ্ড দেয়া হয়েছে অক্ষর প্যাটেলকেও। মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে দিল্লির অধিনায়ককে।
পাকিস্তান সুপার লিগে স্বপ্নের মতো অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে লাহোর কালান্দার্সকে ৭৯ রানের জয় পেতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই স্পিনার। এর আগে ব্যাট হাতে ১ রানে অপরাজিত ছিলেন তিনি।
‘দিল্লি এখনো অনেক দূরে।’ কারুন নায়ার ও অভিষেক পোরেলের ব্যাটিং দেখে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের এমনই ভাবার কথা। তাদের দুজনের ব্যাটে একটা সময় অনায়াসেই জিতে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস। জয়ের নেশায় বুঁদ হয়ে থাকা হার্দিক পান্ডিয়ারা অবশ্য সেটা হতে দেননি। বিশেষ করে কার্ন শর্মা ও মিচেল স্যান্টনার। ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে ব্যাটার রোহিত শর্মার বদলি না কার্ন একাই পাল্টে দিয়েছেন ম্যাচের চিত্র।
বিরাট কোহলি চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ফর্মের আবারও ধারাবাহিকতা দেখা গেল। কোহলি এদিন অপরাজিত হাফ সেঞ্চুরি করে বেঙ্গালুরুকে ৯ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন।
ব্যাক্তিগত ২৮ রানেই আউট হয়ে যাচ্ছিলেন! কিন্তু ভাগ্য সুপ্রসন্নই ছিলো অভিষেক শর্মার। বেঁচে যান নো বলের কারণে। 'জীবন' পেয়ে সেটিকে আর হাতছাড়া করেননি অভিষেক। ব্যাট হাতে অসাধারণ এক সেঞ্চুরি করেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদও জিতে তার সেই ইনিংসে। সেঞ্চুরি হাঁকিয়ে পকেট থেকে একটি চিরকুট বের করেন অভিষেক। যেখানে লিখা, 'এটা অরেঞ্জ আর্মির জন্য'। এই চিরকুট নাকি অভিষেক পকেটে নিয়ে ঘুরছেন গত ছয়টি ম্যাচ ধরেই।