
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ওয়ানডে ছাড়বেন রোহিত, ভেবেছিল বিসিসিআই
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২০ ওভারের ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছাড়তে পারেন ওয়ানডে ক্রিকেটও। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এমন গুঞ্জন উঠলেও শিরোপা জিতে রোহিত নিজেই নিশ্চিত করেন তিনি ৫০ ওভারের ক্রিকেট ছাড়ছেন না। তবে চলতি বছরে দুবাই ও পাকিস্তানে হওয়া টুর্নামেন্ট শেষে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেবেন রোহিত—এমনটা ভেবে রেখেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।