ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

সংবাদ
ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল টি২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে। এছাড়াও বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা।

শ্রীলঙ্কার দেয়া ২১৪ রানের লক্ষ্য বাংলাদেশ দল ৫ উইকেট ও ২ বল হাতে রেখে পেড়িয়ে গেছে। যা টি২০ ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। চলতি বছরই অকল্যান্ডে নিউজিল্যান্ডের করা ৬ উইকেটে ২৪৩ রান ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।

তাছাড়, ২০১৫ সালে জোহার্নেসবার্গে দক্ষিন আফ্রিকার দেয়া ২৩১ রান তাড়া করে ৪ উইকেটের জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সর্বচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডে ৩ নম্বরে আছে ইংল্যান্ড।

এখানেও পরাজিত দলটির নাম দক্ষিণ আফ্রিকা ২০১৬ সালে দক্ষিন আফ্রিকার দেয়া ২২৯ রানের লক্ষ্য ২ বল ও ২ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ইংল্যান্ড।

তারপরই রয়েছে বাংলাদেশের নাম। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ২০৬ রান তাড়া করে জয়ের রেকর্ডকে পিছনে ফেলেছে এই ম্যাচে।  

আরো পড়ুন: this topic