ব্যাটসম্যানদের সামর্থ্য প্রমাণে উচ্ছ্বসিত মাহমুদুল্লাহ

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে ৭২ রানের অপরাজিত ম্যাচ জেতানো এক ইনিংস খেলেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।
আগে ব্যাট করা শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। এই রান ৫ উইকেট ও ২ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ দল। মুশফিকুর রহীম ম্যাচসেরা হয়েছেন ম্যাচ জেতানো ইনিংস খেলে।
এদিকে, বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়েছেন এই ম্যাচে ব্যাটসম্যানরা তাদের সামর্থ্য দেখিয়েছেন। তাছাড়া, এই ম্যাচের উইকেটের প্রশংসা করেছেন তিনি।

মাহমুদুল্লাহর ভাষ্যমতে, "এই ম্যাচটি স্নায়ুচাপের খেলা ছিল। এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। ব্যাটসম্যানরা তাদের সামর্থ্য দেখিয়েছে যা আমাদের আছে। তামিম এবং লিটন আমাদের দারুণ শুরু দিয়েছে।"
এদিকে, স্নায়ুচাপ সামলে ম্যাচ জেতানো ইনিংস খেলে অধিনায়কের প্রশংসা পেয়েছেন মুশফিকুর রহীমও। তাছাড়া, শ্রীলংকা যে কারণে অকিলা ধনঞ্জয়াকে মিডল অর্ডারে পাঠিয়েছিল। সে কারণেই লিটন দাস টপ অর্ডারে খেলেছেন বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ।
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের ভাষ্যমতে, "মুশি অসাধারণ ভাবে স্নায়ুচাপ সামলে খেলেছে। যেকারণে তারা অকিলাকে উপরে ব্যাট করতে পাঠিয়েছে। আমরা সে কারণেই লিটনকে টপ অর্ডারে পাঠিয়েছি।"