অশনি সংকেত শোনালেন বুলবুল

ছবি:

'সাকিব,মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা গত ১০ বছরে ঘরোয়া ক্রিকেট সহ প্রায় ৪০০ টেস্ট বা ৯০০ ওয়ানডে খেলে ফেলেছে। ওদের সাম্প্রতিক ক্রিকেটে তাই আস্থা রাখাই যায়। কিন্তু বাকীরা কি? ইতিমধ্যেই সাকিবের অভাবে দল ভুগতে শুরু করেছে।'
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের সম্ভাব্য ভয়াবহ অবস্থার কথাই জানাচ্ছিলেন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।
এক পর্যায়ে আরও জানান, 'আমাদের আসলে পাইপলাইনে কোনো ক্রিকেটার নেই। সবসময় একজনের ভালো পারফর্মেন্স সামনে আসাতে বাকিদের খারাপ পারফর্মেন্স পিছিয়ে যাচ্ছে। তাই পাইপলাইনে ভালো কোনো ক্রিকেটার আসছে না।'

এক্ষেত্রে অবশ্য লঙ্কান দলের উদাহরণও টানলেন আইসিসির এই বাংলাদেশ প্রতিনিধি। সমস্যা নিরসনে দেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব কতখানি সেটাও মনে করিয়ে দিচ্ছেন তিনি।
'আপনি যদি দেখেন শ্রীলংকা তাদের সোনালি যুগ হারানোর পর তাদের খুব খারাপ সময় কাটাতে হচ্ছে। আমরা এসব দিনের প্রস্তুতি নিচ্ছি তো? আমাদের বোঝা উচিত সিনিয়ররা সবসময় থাকবে না। আর তাই আন্তর্জাতিক সূচির পাশাপাশি সেদিকেও নজর থাকা উচিত আমাদের।'
অবশ্য এসবের কিছু কারণও খুঁজে পেয়েছেন বুলবুল। সময়মত কোচ না পাওয়া অথবা কোচের উপযুক্ত ব্যবহার না করতে পারার কারণেও লাল সবুজের দল ভুগছে, মনে করছেন তিনি। একইসাথে মনে করিয়ে দিয়েছেন স্বদেশী কোচের গুরুত্বের কথাও।
'এটার অবশ্য কিছু কারণ আছে। তা হচ্ছে ঘনঘন কোচ পরিবর্তন করা। সময়মত কোচও পাইনা আমরা। নিউজিল্যান্ডে আমাদের স্পিন বোলিং কোচ ছিল না। এজন্য বোলাররা ভুগেছে। তাদের তো আর সেখানে বোলিংয়ের অভিজ্ঞতা নেই। এখন অবশ্য স্পিন কোচ আছে।
'এদিকে জেমি সিডন্সের পরে আমাদের দলে ভালো কোনও ব্যাটিং কোচ আসেনি। কোচ অবশ্যই বড় ভূমিকা পালন করে। আমাদের উচিত অন্তত দেশীয় কোচদের আত্মবিশ্বাস যোগানো, কেননা তারা ভবিষ্যতের ক্রিকেটার বানাতে বড় ভূমিকা পালন করবে।'