ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে বোলাররা

ছবি:

চলতি বছর ত্রিদেশীয় সিরিজে ফাইনালে হারের পর লঙ্কানদের বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। চলতি ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রথম ম্যাচেও ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
তবে, টাইগার পেসার তাসকিন আহমেদ মনে করেন শেষ কয়েকটি ম্যাচে খারাপ করার কারণে এইগুলো চোখে পড়ছে বেশি। ওয়ানডেতে নিজেদের পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই এই পেসারের।
তাসকিন জানিয়েছেন, "আমরা শেষ কয়েকটি সিরিজে খারাপ করেছি। ওয়ানডেতে ভালোই হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। টি২০তে এশিয়া কাপ ও আরও কয়েকটি সিরিজে ভালো খেলেছি। শেষ কয়েকটি ম্যাচে খারাপ খেলার কারণে জিনিসটা চোখে পড়ছে বেশি।"
নিজেদের পারফরমেন্সে উন্নতির জন্য অনুশীলনে কাজ করছেন বলে জানালেন তাসকিন। ফলে সামনে বাংলাদেশ দল ভাল ফলাফল করবে বলে বিশ্বাস তার।

এই প্রসঙ্গে তাসকিন বলেন, "সামনে ভালো হবে বলে আশা করছি। শেখার শেষ নেই। যত বেশি খেলবো তত বেশি শিখবো। আমরা অনুশীলন করছি কষ্ট করছি। অনেক ভালো ফলাফল সামনে আসবে বলে আশা করছি।
বেশ কিছু দিন ধরেই টি২০ ক্রিকেটে ব্যাটে বলে একসাথে জ্বলে উঠতে পারছে না বাংলাদেশ দল। কোনো দিন ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হচ্ছে না। আবার কোনো দিন বোলিং ভালো হলে ব্যাটসম্যানরা ডুবাচ্ছেন।
লঙ্কানদের বিপক্ষে সবশেষ টি২০ সিরিজেই, টি২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও জিততে পারেনি বাংলাদেশ দল। দলের মধ্যে ধারাবাহিকতাটা ফিরে আসলে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করেন তাসকিন।
"টি২০তে দুই অংশেই একসাথে ভালো হচ্ছেনা আমাদের। এক অংশে ভালো হয় আরেক অংশে খারাপ হয়। যখন কনসিস্টেসিটা ফিরে আসবে তখন আমাদের ভালো হবে।"
লঙ্কানদের বিপক্ষে নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে ব্যাটসম্যানরা ১৭০-৮০ রান করতে পারলে জয়ের ব্যাপারে আশাবাদী তাসকিন।
তাসকিনের ভাষ্যমতে, "এই মাঠের জন্য ১৭০-১৮০ আমার মনে হয় ভালো স্কোর। আমরা যদি ১৭০-১৮০ রান করতে পারি তবে আমরা জিতবো আশা করি। ১৪০-১৫০ করলেও আমরা বোলাররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। উইকেটটা যেহেতু ফ্ল্যাট ফলে রান হয়েই যায়। তাই আমাদের ১৭০-৮০ মিনিমাম করতে হবে।"