'পরিচর্যা করুন, আফিফ অনেকদূর যাবে'

ছবি:

শাইনপুকুরে বিদেশী ক্রিকেটার কোটায় খেলছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান উদয় কোল। একই দলে খেলছেন অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব।
মাত্র কিছুদিন আগেই জাতীয় দলের ড্রেসিং রুম ঘুরে যাওয়া আফিফের ক্রিকেটীয় দর্শন মুগ্ধ করেছে ৩২ বছর বয়সি এই ভারতীয় ব্যাটসম্যানকে। আর একটু যত্ন নিলেই আফিফ বিশ্বসেরাদের কাতারে যাবেন বলে মনে করছেন তিনি।
ক্রিকফ্রঞ্জিকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে কিংস ইলেভেন পাঞ্জাব দলের সাবেক এই ক্রিকেটার নিজের মতামত প্রকাশ করেছেন। আফিফের ব্যাপারে জানাতে গিয়ে বলেছেন,

'এদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আফিফ। তাকে ভালোভাবে দেখে রাখা উচিৎ। ভবিষ্যতে কি হয় বলা যায়না। তবে তাকে যদি সেভাবে পরিচর্যা করা যায় তাহলে সে অনেক বড় মাপের ক্রিকেটার হবে।'
একইদিনে উদয় কোল কথা বলেছেন, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়েও। এমনকি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোর ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
'আমি মনে করি বাংলাদেশ বড় দলে পরিণত হতে পারে। এখানকার ডোমেস্টিক ক্রিকেট সন্তোষজনক। বাংলাদেশ চ্যাম্পিয়ন দলেও পরিণত হতে পারে।'