কঠিন শাস্তির সম্মুখীন ওয়ার্নার

সংবাদ
কঠিন  শাস্তির সম্মুখীন ওয়ার্নার
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ডারবান টেস্টের চতুর্থ দিন বিকালে বিবাদে জড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং দক্ষিন আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। 

চতুর্থ দিন চা বিরতিতে যাওয়ার সময় ড্রেসিং রুমের সামনে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই দুজন ক্রিকেটার। তাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার বিষয়টি ধরা পড়ে সিসিটিভিতে।

এরপর থেকেই এই ঘটনা নিয়ে চলছে নানান কথা বার্তা। শোনা গিয়েছিলো এই বিষয়ে তদন্ত করার পরই সিদ্ধান্ত নিবেন ম্যাচ রেফারি। ঘটনার তদন্ত শেষে আবার ওয়ার্নার, ডি কক দুজনকেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আইসিসির পক্ষ থেকে।

ঘটনাটি নিয়ে সমালোচনা শুরুর পড়েই সেটা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন ম্যাচ রেফারি। ‘উস্কানিমূলক আচরণের’ জন্য  ডি কককে লেভেল-১ ধারায় অভিযুক্ত করা হয়েছে।

তবে ওয়ার্নারের শাস্তিটা একধাপ ওপরে, লেভেল-২ তে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। ম্যাচ রেফারির সঙ্গে বুধবার (৭ই মার্চ) দেখা করার পর ওয়ার্নারকে তার ম্যাচ ফি'র ৭৫ ভাগ জরিমানাও করা হয়েছে। 

এছাড়াও তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। অর্থাৎ চলতি বছর আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষেধাজ্ঞা আসবে অজি দলের এই সহ অধিনায়কের উপরে।

আরো পড়ুন: this topic