কন্ডিশন ও আবহাওয়া নিয়ে ভাবনা নেই মাশরাফির

সংবাদ
কন্ডিশন ও আবহাওয়া নিয়ে ভাবনা নেই মাশরাফির
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মাঠে নামার আগে জোরেশোরে আলোচনা চলছে প্রথম ম্যাচের কন্ডিশন এবং আবহাওয়া নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে কন্ডিশনকেই একটি বড় প্রভাবক হিসেবে মনে করছেন অনেকে। 

তবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না। তাঁর মতে ইতিমধ্যে বিরূপ আবহাওয়া (ঠাণ্ডা) এবং কন্ডিশনের  সাথে বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের মানিয়ে নিতে সক্ষম হয়েছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 

'বিপিএলে আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই খেলেছে। আর আন্তর্জাতিক ম্যাচের শুরুতে এসব বিষয় বেশি সামনে আসে। এটা স্বাভাবিক। আসলে বিপিএলের সময় আপনাদের প্রশ্নও এমন ছিল না। তবে প্রত্যেকটা দলের ভিতরেই একটা ডাউট ছিল যে ওয়েদার কেমন হবে। কতটুকু রোল প্লে করবে। অনেক দলই ওভারকাম করেছে। আবার অনেক খেলোয়াড়ও ওভারকাম করেছে।'

সিরিজের শুরুতেই আবহাওয়া কিংবা কন্ডিশন নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না মাশরাফি। বরং নিজেদের কাজটি করে যাওয়ার ক্ষেত্রেই বেশি জোর দিতে চান তিনি। এই প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বলেন,  

'আমার কাছে মনে হয় টুর্নামেন্টের শুরুতে এগুলো না ভেবে আমরা কিভাবে এক্সিকিউশন করতে পারি এবং এই চ্যালেঞ্জগুলো থাকবে এবং এগুলো ওভারকাম করে বাড়তি প্রেসার না নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে ভাবতে হবে।'

তবে অতিমাত্রায় কুয়াশা থাকার কারণে ক্যাচ ধরতে সমস্যা হবে বলে ধারণা মাশরাফির। তবে সেই সমস্যা কাটানোর লক্ষ্যে ইতিমধ্যে যথেষ্ট অনুশীলন করেছেন তারা বলে জানিয়েছেন তিনি। আর এবার মাঠে সেই অনুযায়ী কাজ করার দিকেই জোর দিলেন ম্যাশ। তাঁর ভাষ্যমতে, 

'অবশ্যই একটু বেশি কুয়াশা থাকছে। তো ক্যাচিংয়ে একটু সমস্যা হতে পারে। আমরা অনুশীলন করছি শেষ কয়েকদিন ধরে। আন্ডারলাইটেও করেছি। আশা করি কিছুটা হলেও সবাই ধারণা পেয়েছে কেমন হবে। বাকিটা এক্সিকিউশনের উপর ডিপেন্ড করবে।' 

আরো পড়ুন: this topic