promotional_ad

"ভারতের থেকে আমাদের স্পিনাররা এগিয়ে"

promotional_ad

ভারতীয় প্রমীলা 'এ' দলের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরে এসেছে বাঘিনীরা। যদিও দলের প্রত্যেকেই আছে ছুটিতে, তবে ব্যস্ত সময় যাচ্ছে কেবল ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও বাঁহাতি স্পিনার খাদিজাতুল কুবরার। 




কেননা বিগব্যাশে খেলতে যাচ্ছেন তারা। বিগব্যাশে খেলা প্রসঙ্গে কুবরা জানিয়েছেন, "বিগ ব্যাশ অনেক বড় একটা লিগ। আর ওখানে খেলার জন্য অনেক আগে থেকে প্ল্যানিং চলছে। ভারত সফর থেকেই আমরা (কুবরা ও রুমানা) ভাবছিলাম যে, আমরা কিভাবে কি খেলবো। 




ট্যুরটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। টিমের জন্যও ছিল। আমরা চাইছিলাম এক্সট্রা কিছু করতে। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল উইকেটের আচরণ। এটা আমরা ভাল ভাবে নিতে পেরেছি। তাতে মনে হচ্ছে আমরা অন্য কোথাও গিয়েও পারব।"





promotional_ad

একইদিনে ভারতের বিপক্ষে সিরিজ নিয়েও কথা বলেছেন তিনি। তার মতে, ভারতীয় প্রমীলা স্পিনারদের থেকে দেশের প্রমীলা স্পিনাররা অনেক বেশি গুনসম্পন্ন। জানিয়েছেন,


  


"ভারতীয় স্পিনারদের চেয়ে বাংলাদেশের মেয়েরা স্পিনে অনেক এগিয়ে আছে। আসলে স্পিনের দিক থেকে বাংলাদেশের মেয়েরাই এগিয়ে। আর ওদের স্কিল বা স্পিনের থেকে আমরাই ভাল। 




আর উইকেটের কথা বললে, খুবই ফ্লাট উইকেট ছিল। আমাদের বোলারদের জন্য অনেক কঠিন ছিল, সেখান থেকে আমরা কাম ব্যাক করেছি। সেটা অনেক বড় ব্যাপার।'





একদম শেষে কথা বলেছেন নিজের প্রস্তুতি নিয়ে। তার ভাষ্যমতে, "আসলে আমার প্রস্তুতি আল্লাহর রহমতে ভালোই ছিল। তবে বলবো না যে খুব ভাল হয়েছে। তবে প্রস্তুতি ভাল ছিল।




অবশ্যই ভাল কিছু করার, অনেক কিছু শেখার আছে। ওখানে তো অনেক টপ ক্লাস খেলোয়াড় থাকবে, কোচ থাকবে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।"





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball