হুইল চেয়ারে চড়ে রানারআপ বাংলাদেশ

ছবি:

নেপালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক হুইল চেয়ার টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আর এতেও নিজেদের জাত চিনিয়েছে বাংলাদেশ। আসরে রানার আপ হয়েছে তারা।
স্বাগতিক নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে তারা। ভারত ছয় উইকেটে ১৬২ রান তুলেছে। জবাবে বাংলাদেশ ছয় উইকেট হাতে রেখেই ১৬.৫ ওভারে খেলা শেষ করে দিয়েছে।

অধিনায়ক মোহাসিন সর্বোচ্চ ৫৭* রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। এরপরে নেপালের সাথে খেলা হলে সেখানেও হেরে যায় ভারত। ফলে ফাইনালে ওঠে বাংলাদেশ এবং স্বাগতিক নেপাল।
তবে গ্রুপে নেপালের কাছে হারলেও ফাইনালে একই ভুল করে সফরকারী বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশকে ৫৫ রানে হারিয়েছে নেপাল। স্বাগতিকরা বাংলাদেশের বিপক্ষে ১৬৩ রান করে।
জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একসময় ১৭.৫ ওভার খেলে ১০৮ রানে অলআউট হয়ে যায় তারা।