promotional_ad

মালিঙ্গাদের উপরে অসন্তোষ শ্রীলঙ্কা?

promotional_ad

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে নেই শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে। দলে অনুপস্থিত আরেক লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমালও। অবশ্য এখনো নিশ্চিত নয় তাদের না থাকার কারণ।




প্রসঙ্গত, গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল আর ভারতের বিপক্ষে ঘোষিত এই দলে মাত্র ছয় জন ক্রিকেটার একই! সেবার সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের লাহোরে নিরাপত্তা ইস্যুতে খেলতে না যাওয়ার কারণেই ক্রিকেটারদের উপরে চাপা ক্ষোভ লঙ্কানদের।





promotional_ad

এদিকে গেলো সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের ঠিক আগমুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছিলেন লঙ্কান ফাস্ট বোলার মালিঙ্গা। ফাইনালের আগে মালিঙ্গার এভাবে চলে আসাটা বেশ অসন্তোষ তৈরি করেছিল ক্রিকেট প্রাঙ্গনে। 




কিছুটা বিপাকে পড়লেও শেষে শিরোপা জিতেছে মাশরাফির রংপুর রাইডার্স। হয়তো মালিঙ্গার সেই ব্যক্তিগত কারণেও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাকে স্কোয়াডে না রাখতে পারে। তবে বোর্ড থেকে বলা হয়েছে বিশ্রাম দেওয়া কথাই!





উল্লেখ্য, বর্তমানে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজ চলছে। দুই ম্যাচ শেষে আপাতত ১-১ ব্যবধানে সমতায় আছে দুই দল। আগামী ২০ ডিসেম্বর থেকে টি ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি শুরু হবে যথাক্রমে কটাক, ইন্দোর ও মুম্বাইয়ে।




শ্রীলংকা টি-টুয়েন্টি দল:  থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল পেরেরা, ধানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকভেলা, আসেলা গুরারত্নে, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, চাতুরঙ্গা ডি সিলভা, সাচিথ পাথিরানা, আকিলা ধনঞ্জয়া, দাশমান্থ চামিরা, নুয়ান প্রদিপ, বিশ্ব ফার্নান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball