promotional_ad

তামিমের সাইক্লোনে পরাস্ত টিম শ্রীলঙ্কা

promotional_ad

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দশ ওভারের ক্রিকেট ম্যাচে টিম শ্রীলংকাকে ২৭ রানে হারিয়েছে তামিম ইকবালের পাখতুন। পাখতুনের ছুঁড়ে দেওয়া ১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে সাত উইকেটে ৮৪ রানেই থেমে যায় টিম শ্রীলংকার ইনিংস।




অবশ্য শুরুতেই রান তাড়ায় হোঁচট খেয়েছিল টিম শ্রীলঙ্কা। মাত্র ২৫ রানেই চারটি উইকেট হারায় তারা। এরপরে ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটে স্বপ্ন দেখতে থাকে। লঙ্কান এই মারকুটে ক্রিকেটার ১২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩১ রান করে রানআউট হন।




এরপরে ম্যাচটি আবারো নিয়ন্ত্রণে আনে তামিমরা। তামিমের দলের বোলারদের মধ্যে লিয়াম ডওসন দুইটি উইকেট এবং মোহাম্মদ নবী, ইমরান খান ও মোহাম্মদ ইরফান একটি করে উইকেট লাভ করেন। 




এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে তামিমের ঝড়েই ছিন্ন বিচ্ছিন্ন হয় টিম শ্রীলংকার বোলিং। দলের এই ওপেনারের ব্যাট থেকে এদিনে আসে ২৭ বলে অপরাজিত ৫৬ রান।



promotional_ad



চান্ডিমালের দলের বোলারদের শুরু থেকেই তুনোধুনো করেছেন তামিম ইকবাল। হাঁকিয়েছেন পাঁচটি চার এবং চারটি বিশাল ছক্কা। তামিম ছাড়াও আরেক পাখতুন ওপেনার আহমেদ শেহজাদের ব্যাট থেকে এদিনে আসে ১২ বলে ২৪ রানের ক্যামিও (পাঁচটি চার)। 




এছাড়া উল্লেখ করার মতো রান নেই কারোর। কেবল একপাশ আগলে রেখে একাই লড়ে যান তামিম। শেষমেশ ছয় উইকেটে ১১১ রানের নিরাপদ সংগ্রহ করে তার দল। লঙ্কান দলের বোলারদের মধ্যে ভিশওয়া ফারনান্দো এবং শিহান জয়সুরিয়া দুইটি করে উইকেট লাভ করেন।




এদিকে ম্যাচসেরা হয়ে নতুন ঘরানার ক্রিকেটে নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন তামিম। উল্লেখ্য, বিপিএল শেষ করে বিসিবির ডাকা সুনানিতে মুখোমুখি হয়েছিলেন তামিম। সেখানে মিরপুরের উইকেট নিয়ে করা মন্তব্যে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। এরপরে গত বৃহস্পতিবারই আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। 





এর আগে লীগের পঞ্চম ম্যাচে সাকিবের কেরালা কিংসের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে শোয়েব মালিকের পাঞ্জাব লিজেন্ডস। তবে প্রথম ম্যাচে জয় পেয়েছিলো সাকিব আল হাসানের কেরালা কিংস। দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন হয় তাদের। 











আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball