promotional_ad

বিপিএল খেলা ক্রিকেটারদের ছাড়াই নামছে উইন্ডিজ

promotional_ad

কিউইদের মাঠে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেটার মারলন স্যামুয়েলস ও ঢাকা ডায়নামাইটস ক্রিকেটার সুনিল নারাইনকে ছাড়াই নামছে উইন্ডিজ। 




কেননা ডান হাতের প্রচণ্ড ব্যাথার কারণে জাতীয় দলের এই সিরিজে খেলছেন না মারলন স্যামুয়েলস। এদিকে টি-টুয়েন্টি স্কোয়াডে থাকলেও সুনিল নারাইন নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে সেটা একান্ত ব্যক্তিগত কারণে। 




এদিকে কিউঈদের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পেয়েছেন শিমরন হেটমায়ার। আর স্যামুয়েলসের বদলে দলে ঢুকেছেন বিপিএলে খুলনা টাইটান্স দলে খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান চ্যাডউইক ওয়াল্টন।





promotional_ad

সাথে নারাইনের জায়গা নিয়েছেন অফস্পিনার অ্যাশলে নার্স। উল্লেখ্য, নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ (২-০) করেছে কিউইরা। এবার সীমিত ওভারে লড়বে দুইদল।




হোয়ানগারেইতে আগামী বুধবার (২০ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে। একই সময়ে বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে। 




তিনটি টি-টুয়েন্টি যথাক্রমে ২৯ ডিসেম্বর, ১ ও ৩ জানুয়ারিতে হবে। নেলসনে প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। শেষ দুটি ম্যাচ মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টায়। 





সংশোধিত ওয়ানডে স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), জেসন মোহাম্মদ, শিমরন হেটমায়ার, রন্সফোর্ড বিটন, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, কাইল হোপ, শাই হোপ (উইকেটরক্ষক), শেলডন কোট্রেল, এভিন লুইস, নিকিতা মিলার, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়াল্টন, ক্যাসরিক উইলিয়ামস।




সংশোধিত টি-টোয়েন্টি স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রন্সফোর্ড বিটন, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল, শাই হোপ, জেরম টেইলর, চ্যাডউইক ওয়ালটন, ক্যাসরিক উইলিয়ামস।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball