promotional_ad

বিপিএলের ওরা ১১ জন

promotional_ad

রংপুর রাইডার্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের পঞ্চম আসর। আসর জুড়ে দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের দুর্দান্ত সব পারফর্মেন্স দেখেছে বাংলাদেশি সমর্থকরা। এবারের আসরে সেরা পারফর্মারদের নিয়ে সেরা একাদশ তৈরি করা হয়েছে ক্রিকফ্রেঞ্জির সেরা একাদশ...


ক্রিস গেইলঃ বিপিএলের পঞ্চম আসরকে সম্পূর্ণ নিজের করে নিয়েছেন তিনি। এলিমিনেটর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি ও ফাইনালে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি দিয়ে রংপুরকে চ্যাম্পিয়ন দলে পরিনত করেন তিনি। দুই ইনিংস দিয়েই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান তিনি। তার ব্যাট থেকে ১১ ম্যাচে ৫৩ গড় ও ১৭৬ স্ট্রাইক রেটে ৪৮৫ রান এসেছে। আসর জুটে দুটি সেঞ্চুরি ও ফিফটির দেখা পেয়েছেন গেইল। 


এভিন লুইসঃ বিপিএলে নতুন গেইল বলতে গেলে এভিন লুইসের নাম নিতে হয়। ঢাকার হয়ে নিয়মিত রান পেয়েছেন তিনি। ১২ ম্যাচে ৩৬ গড় ও ১৫৯ স্ট্রাইক রেটে ৩৯৬ রান এসেছে এই ওয়েস্ট ইন্ডিয়ানের ব্যাট থেকে। এবারের আসরে তিনটি ফিফটির দেখা পেয়েছেন। 


সুনিল নারিনঃ গত কয়েক মৌসুম ধরে পিঞ্চ হিটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নারিন। সিপিএলের পর আইপিএল মাতিয়ে এবার বিপিএলের নিজের ব্যাটিং প্রতিভা দেখিয়ে দিয়েছেন তিনি। ১২ ম্যাচ খেলে ২২ গড় ও ১৪৭ স্ট্রাইক রেটে ২০০ রান করেছেন এই পিঞ্চ হিটার। দুইবার অর্ধশত ছাড়ানো ইনিংস খেলেছেন নারিন।


এবারের বিপিএলে নারিনের সর্বোচ্চ স্কোর ৭৬ রান। একই সাথে নিজের অফ স্পিন দিয়ে উইকেটও নিয়েছেন তিনি। ১২ ম্যাচে ১১ উইকেট আদায় করে নিয়েছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।



promotional_ad

মোহাম্মদ মিঠুন (কিপার): রংপুরের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুর এবারের আসরে বেশ ধারাবাহিক ব্যাটিং করেছেন। একটি ফিফটি হাঁকালেও প্রায় প্রতি ম্যাচেই গুরুত্বপূর্ণ রান দিয়েছেন তিনি। প্রায় ৩০ গড়ে মিঠুনের ব্যাট থেকে এসেছে ৩২৯ রান।


মাহমুদুল্লাহ রিয়াদঃ গত আসরের মত এবারের আসরেও খুলনা টাইটান্সের ব্যাটিং ভরসা ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পুরো আসর জুড়ে দলের বিপর্যয়ে ব্যাট করে ১২ ম্যাচে ২৮ গড় ও ১৩০ স্ট্রাইক রেটে ৩১২ রান করেছেন তিনি। 


রবি বোপারাঃ রংপুরের মিডেল অর্ডারে অন্যতম ভরসা ছিলেন রবি বোপারা। ১৩ ইনিংসে ব্যাট করে ৪০ গড়ে ৩৬৫ রান করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। ১১৫ স্ট্রাইক রেটে এবারের বিপিএলে রান তুলেছেন তিনি। ফিফটির দেখা পেয়েছেন দুইবার। বল হাতেও উইকেট উপহার দিয়েছেন তিনি। 


সাকিব আল হাসানঃ ঢাকা ডাইনামাইটস কাপ্তান সাকিব আল হাসান ব্যাট হাতে নিজের চেনা রূপে না থাকলেও বল হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন। ২২ উইকেট নিয়ে উইকেট শিকারিদের চূড়ায় থাকা সাকিব ব্যাট হাতেও যে কোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন তিনি।  


শহিদ আফ্রিদিঃ বাংলাদেশের মাটিতে সব সময়ই বল হাতে সফল ছিলেন শহিদ আফ্রিদি। এবারো ব্যতিক্রম নয়। ৮ ম্যাচ খেলে মাত্র ১৪ গড়ে ১৫ উইকেটের মালিক আফ্রিদি। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ঝড় তোলায় আফ্রিদির জুড়ি নেই।



মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক): রংপুরের হয়ে প্রথম ও সব মিলিয়ে চারবারের মত বিপিএলের শিরোপা জয় করা মাশরাফি ব্যাটে বলে দুর্দান্ত টুর্নামেন্ট কাটিয়েছেন। সাতের নিচে রান খরচা করে ১৪ ম্যাচে ১৫টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলের জয়ে অবদান রেখেছেন মাশরাফি। 


আবু হায়দার রনিঃ বিপিএলের আগে থেকেই দারুন ফর্মে ছিলেন আবু হায়দার রনি। ফর্ম ধরে রেখে বিপিএলে ঢাকার হয়ে সফল বিপিএল শেষ করলেন এই বাঁহাতি পেসার। ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। 


আবু জায়েদঃ এবারের আসরে খুলনার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি পেসার আবু জায়েদ রাহি। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয়তে আছেন তিনি। কিছুটা খরুচে বোলিং করলেও নিয়মিত দলকে উইকেট এনে দিয়েছেন এই ডাহ হাতি পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball