promotional_ad

সেই শ্রীলঙ্কার সাথে রেকর্ড গড়লেন রোহিত

promotional_ad

যেখানে লঙ্গার ভার্সনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা দুরুহ বিষয় সেখানে ৫০ ওভারের খেলাতেই তিনটি ডাবল সেঞ্চুরি। অবিশ্বাস্য হলেও সত্য। আর এই অবিশ্বাস্য বিষয়কে সত্যতে রূপান্তরিত করেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। আর তাতেই ওয়ানডেতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক হন এই ব্যাটসম্যান। 


আজ মোহালিতে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই কীর্তি গড়েন রোহিত। প্রথম সেঞ্চুরি করতে ১১৫ বল খেলন এই ব্যাটসম্যান। পরবর্তী শতকের ঘরে পৌঁছতে রোহিত খেলেন মাত্র ৩৬ টা বল খেলেন। সবমিলিয়ে ১৫৩ বলে ১২ ছয় ও ১৩ চারে ২০৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন ভারতের ভারপ্রাপ্ত এই অধিনায়ক।


ম্যাচের শুরুতেই টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লঙ্কানরা। ওপেনিং জুতিতেই দুই ওপেনার মিলে যোগ করেন ১১৫ রান। ৬৮ রানে শিখর ধাওয়ান ফিরে গেলেও শ্রেয়াস আইয়ারকে নিয়ে ২১৩ রানে জুটি গড়েন রোহিত। টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের সাথে অসাধারণ জুটি গড়ে ৪ উইকেট হারিয়ে দলকে ৩৯২ রানের পাহাড়সম পুঁজি এনে দেন।



promotional_ad

এখন পর্যন্ত একদিনের ক্রিকেট ৭ টি ডাবল সেঞ্চুরি হয়। শচীন টেন্ডুলকার সবার আগে একদিনের ক্রিকেটে এই গৌরবের মালিক হন। এরপর একে একে ভিরেন্দ্র শেবাগ, মার্টিন গাপটিল, ক্রিস গেইলরা একই ক্লাবে প্রবেশ করেন। কিন্তু তিনটি ডাবল সেঞ্চুরির এই ক্লাবে রোহিত নিজেকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। এর আগের দুইটি ডাবল সেঞ্চুরি করেন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। 


সবমিলিয়ে, ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করে ডাবল সেঞ্চুরির গৌরবময় ক্লাবের তুঙ্গে অবস্থান করছে এই তারকা ব্যাটসম্যান। এর আগে অধিনায়ক হিসেবে আরেক ভারতীয় ব্যাটসম্যান ভিরেন্দ্র শেবাগ ২১৯ রানের ইনিংস খেলেন। তাতেই অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের মালিক এই সাবেক ভারতীয়। তবে  অধিনায়ক হিসেবে রোহিতের আজকের ইনিংসটিও দ্বিতীয়তে অবস্থান করছে। 


একসময় ক্রিকেটে ইতিহাসে সাইদ আনোয়ারের করা ওয়ানডের ক্রিকেটের সর্বোচ্চ ১৯৪ রানের ইনিংসটিকে আকাশচুম্বী মনে হয়। তবে রোহিত টেন্ডুলকাররা তা ভেঙ্গে নতুন ইতিহাস তৈরি করেন। বর্তমানে ওয়ানডের ক্রিকেটের সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসটির মালিকও তিন ডাবল সেঞ্চুরির মালিক রোহিত। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball