আগামী বছরেও রংপুরে গেইল

promotional_ad

বিপিএলের পঞ্চম আসরের শেষার্ধকে গেইলময় করে ছাড়লেন টি-টুয়েন্টির ঈশ্বর ক্রিস গেইল। রংপুরকে এক রকম নিজ হাতেই শিরোপা এনে দিয়েছেন এই ক্যারিবিয়ান দানব। 


দুই অপরাজিত সেঞ্চুরি ও দুই ফিফটিতে সর্বোচ্চ রানের (৫৩ গড়ে ৪৮৫ রান) রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস গেইল। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের (১৪৬*) মালিক বনে গেছেন তিনি। 


এক ইনিংসে ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজেকে ছাড়িয়ে গেছেন এই বিপিএলে। জিতেছেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার।  ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও একে একে ভেঙ্গে যাচ্ছেন নিজের করা পুরনো রেকর্ড।


promotional_ad



সেই জন্যই হয়তো আগামী বিপিএলের জন্য এখনই ক্রিস গেইলকে ধরে রাখার সকল বন্দোবস্ত করে রেখেছেন রংপুর রাইডার্সের কর্তারা।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই ক্যারিবিয়ান দানবের সাথে আগামী মৌসুমের জন্য চুক্তি সেরে ফেলেছে রংপুর রাইডার্স। সব ঠিক থাকলে বিপিএলের ষষ্ট আসরেও রংপুরের জার্সিতে দেখা যাবে ৩৮ বছর বয়সী ক্রিস গেইলকে।


অথচ এই ক্রিস গেইলকেই কিছুদিন আগে হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে কোন ফ্যাঞ্চাইজি দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে গেইলের দুর্দান্ত পারফর্মেন্স দেখে পিএসএলের দল গুলো আক্ষেপ করবে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball