promotional_ad

সিমন্সও মন ভরাতে পারেনি বিসিবি'র

promotional_ad

সাকিব-তামিম-মাশরাফিদের কোচ কে হবে বিষয়টি নিয়ে এখনো চলছে জল্পনা কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দের তালিকায় থাকা কোচদের সংখ্যাটাও নেহাৎ কম নয়। এমনকি তালিকায় থাকা দুইজনের সাথে বৈঠকও করেছে বিসিবি। কিন্তু শেষমেশ যাচাই বাছাই করে ভাল একজন কোচের হাতেই সাকিব-তামিমদের দায়িত্ব তুলে দিতে চান বলে জানান দেশের ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপন। 


কোচ নিয়োগ দেওয়ার বিষয়ে সর্বপ্রথম রিচার্ড পাইবাসের সাথে বৈঠক করে বিসিবি। তবে পাইবাসের সাথে বৈঠকের পরেও দুইদিক থেকে এখনো কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। পাইবাসের পর আজ (সোমবার) ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সের সাথেও আলোচনা করেন দেশের ক্রিকেট কর্তারা।


এমনকি সিমন্সের বিষয়েও এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড। আজ সকালে বোর্ডের সাথে বসার কথা থাকলেও আবহাওয়া জনিত কারণে দুপুর বেলায় বসেন সিমন্স। প্রথম দফায় কথা শেষে হোটেলে চলে যায় এই ক্যারিবিয়ান। কিন্তু পরবর্তীতে বোর্ড আবার তাকে ডেকে পাঠায়। তবে দুই দফায় সিমন্স তার পরিকল্পনা নিয়েই কথা বললেও তাকে কোচ করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি  বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।



promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'এরআগে রিচার্ড পাইবাস ইন্টার্ভিউ ও প্রেজেন্টেশন দিয়েছেন। আজকে সিমন্সও তার প্রেজেন্টেশন দিয়েছেন।  আমরা এখনো চূড়ান্তভাবে কাউকেই নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।'


সিমন্স, পাইবাস ছাড়াও আরো বেশ কয়েকজন বিসিবি'র তালিকায় রয়েছে। হাথুরুর জায়গায় জিওফ মার্শ থেকে শুরু করে গ্যারি কারস্টেনদের নাম উচ্চারিত হচ্ছে সমভাবে। বিসিবি'র কোচ তালিকায় নতুন কিছু নাম সংযোজন হয়েছে বলেও জানান পাপন।   


তিনি আরও বলেন, 'আমরা আজও নতুন কিছু কোচের নাম তালিকা পেয়েছি। এই নামগুলো বোর্ডের কাছে দেয়া হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে কোচের বিষয়টি চূড়ান্ত করবো।'



খুব তাড়াতাড়ি কোচ নিয়োগ দেওয়ার বিষয়েও আশ্বাস দেন পাপন। কিন্তু সামনে শ্রীলঙ্কা সিরিজের আগেই কি কোচ নিয়োগ দেওয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি বোর্ড সভাপতি। তবে সামনের সিরিজের আগে কোচ নিয়োগ না দিলেও বর্তমান কোচিং স্টাফরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। এমনকি বোর্ড থেকে একজনকে দায়িত্ব দেয়া হবে বিভিন্ন বিষয়গুলো মনিটরিং করার জন্য। তবে অন্তর্বর্তীকালীন হেড কোচ করা হচ্ছে না কাউকেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball