অনিশ্চিত ক্রিস গেইল

সংবাদ
অনিশ্চিত ক্রিস গেইল
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

রবিবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রান নিয়ে গিয়ে পা মচকে যায় রংপুরের ওপেনার ক্রিস গেইলের। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং করলেও ১০ বলে মাত্র ৩ রান করে আউট হন তিনি।

গতকাল সাত ওভার খেলা হলেও বৃষ্টিতে ম্যাচটি রিজার্ভ ডে'তে গড়ায়। ম্যাচ স্থগিত হওয়ায় ফিল্ডিং করতে নামতে হয়নি গেইলকে। তবে গেইলের পায়ের অবস্থা ভালো না। 

রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক শঙ্কা প্রকাশ করেছেন গেইলের ইনজুরি নিয়ে। আজ স্থগিত ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও গেইলের মাঠে নামা নিয়ে দুশ্চিন্তা আছে।

দুপুরের দিকে গেইলের ইনজুরির সর্বশেষ অবস্থা জানা যাবে বলে জানা গেছে। সাদিক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গেইলের বাঁ পায়ে এখনও ব্যথা রয়েছে।

বরফের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কাল (সোমবার) খেলতে পারবেন কিনা, সেটা হয়তো দুপুরে জানাতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, তাতে বোঝা যাচ্ছে ভালো ব্যথা পেয়েছেন। ব্যথা নিয়ে বেশিক্ষণ ব্যাটিং করতে পারেননি।’

আরো পড়ুন: this topic