বিশ্বকাপ জয়ী কোচকেও চাচ্ছে বিসিবি

ছবি:

গত কয়েকদিন থেকেই টাইগারদের পরবর্তী কোচ কে হচ্ছেন এই নিয়ে চলছে চায়ের কাপে ঝড়। সাক্ষাৎকার দিয়ে গেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ কোচ রিচার্ড পাইবাস।
রবিবার বিসিবি ভবনে সাক্ষাৎকার দিয়ে গেছেন ক্যারিবিয়ান ফিল সিমন্সও। তবে আদতে চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি কি হবেন পাইবাস কিংবা সিমন্স? বড় প্রশ্ন এখন এটাই।
এদিকে জানা গেছে এই দুই জন কোচ ছাড়াও বিসিবির সম্ভাব্য কোচের তালিকায় রয়েছে বিশ্বকাপ বিজয়ী প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের নাম। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য মতে উঠে ।

যদিও কারস্টেন এখনই পূর্ণ মেয়াদে কোচ হিসেবে কাজ করতে রাজি নন। এরপরেও বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধ্যমত বলে জানা গেছে। এর আগে ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতান কারস্টেন।
এরপর নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০১৩ সাল পর্যন্ত প্রোটিয়াদের কোচের পদে থাকেন কারস্টেন। সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার অবসরের আগে ১০১ টেস্টে ৪৫.২৭ গড়ে ৭২৮৯ রান করেন কারস্টেন। আর ১৮৫ ওয়ানডে ম্যাচে ৪০.৯৫ গড়ে ৬৭৯৮ রান সংগ্রহ করেন তিনি।