promotional_ad

৫ ওভারে মাশরাফি-তামিমদের ভাগ্য নির্ধারণ?

promotional_ad

বৃষ্টির ভাবনা মাথায় ছিল দুই দলেরই। এমন ম্যাচে টসের উপর নির্ভরতা স্বভাবতই বেড়ে যায়। সেই জায়গায় জিতে যায় তামিমের কুমিল্লা। ব্যাটিং সহায়ক উইকেটে আগের ম্যাচে সেঞ্চুরি করা ক্রিস গেইলদের ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা।


তবে গেইল নয়, আসল চমক দেয় জনসন চার্লস। গেইলময় ব্যাটিংয়ে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। অন্য প্রান্তে ক্রিস গেইল তখন সময় নিয়ে খেলছিলেন। বিপদ ঘটে তৃতীয় ওভারে।


রান নিতে গিয়ে বলের উপর পা দিয়ে গোড়ালিতে ব্যাথা পান তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাট করার জন্য প্রস্তুত হলেও বেশীক্ষণ স্থায়ী হয়নি গেইলের ইনিংস। অফ স্পিনার মেহেদি বলে তুলে মারতে গিয়ে তিন রানে ক্যাচ আউট হন তিনি। 



promotional_ad

তবে অন্য প্রান্তে জনসনের ঝড় থামেনি। কুমিল্লার বোলারদের টানা বাউন্ডারিতে পাঠিয়ে দলের স্কোর পঞ্চাশ ছাড়িয়ে দেন তিনি। অবশেষে মিরপুরের বৃষ্টিতে থামে চার্লস ঝড়। সাত ওভারে এক উইকেটে ৫৫ রান তুলেছে রংপুর জনসন চার্লস ২৬ বলে ৪৬ রান করেছেন। সাথে আছেন ব্র্যান্ডন ম্যাককালাম। 


এখন পর্যন্ত টানা বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ানোর সুযোগ দেখা যাচ্ছে না। ম্যাচ অফিসিয়ালসরা রাত ৯.৩০ পর্যন্ত অপেক্ষা করবে বলে জানা গেছে। শেষ পর্যন্ত ৫ ওভারে গড়াতে পারে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।





রংপুর রাইডার্স: ক্রিস গেইল, জনসন চার্লস, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, রুবেল হোসাইন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, উদানা, সোহাগ গাজী।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, জস বাটলার, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, হাসান আলী, মেহেদী হাসান, গ্রাহাম ক্রেমার, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball