উইকেট প্রসঙ্গে টনক নড়েছে বিসিবির!

সংবাদ
উইকেট প্রসঙ্গে টনক নড়েছে বিসিবির!
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

মিরপুরের স্লো উইকেটে বিপিএল কতোটা কার্যকরী সেটা নিয়ে প্রশ্ন উঠেছে গেলো কিছুদিন ধরেই। উইকেটের সমালোচনা করে বিসিবির কাছ থেকে 'কারণ দর্শানোর' নোটিশও পেয়েছেন ভিক্টোরিয়ান্স দলপতি তামিম ইকবাল।

সমালোচনা করেছেন ব্রেন্ডন ম্যাককালাম এবং প্লে অফের বাকী অধিনায়করাও। অবশেষে মনে হয় উইকেট নিয়ে টনক নড়েছে বিসিবির। কেননা এলিমিনেটর ম্যাচেই রংপুর এবং খুলনার ম্যাচে ভালোই রান উঠেছে।

এমনকি আসরের প্রথম সেঞ্চুরিটিও এসেছে আজ। সাংবাদিক সম্মেলনে তাই সন্তুষ্টই মনে হয়েছে রংপুর রাইডার্স দলপতি মাশরাফি বিন মর্তুজাকে। ম্যাচ শেষে মিডিয়াকে বলেছেন,

"আজকে অড বাউন্সগুলো উইকেট ছিল না। যেগুলো আগের ম্যাচগুলোতে হঠাৎ হঠাৎ বল লাফাচ্ছিল আজকে তেমন কিছু ছিল না। আমার মনে হয় যে, খুব ভালো উইকেট ছিল। এখানে ১৭০/১৮০ রান সম্ভব যদি যথাযথ ব্যাটিং করা যায়। আমি বলব দুই দলের ব্যাটিং পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করেছি। 

ওদের ব্যাটিং ভালো হয়েছে, আমরা ওয়ান হ্যান্ডেড হলেও, সে তো আমাদের হয়েই খেলেছে- ওই পরিকল্পনা কাজে লেগেছে। বোলিংয়ে হয়তো দুই দলই আরেকটু ভালো বাস্তবায়ন করতে পারলে আরেকটু ভালো হত।"

তবে দলের কম্বিনেশন নিয়ে দারুণ সমস্যায় পরেছেন মাশরাফি। বোঝা গেলো তার কথায়। "কম্বিনেশনের কথা বললে এখনও আমাদের মানিয়ে নিতে খুব কঠিন হচ্ছে। আজকেও গাজীকে ওপেন করাতে হয়েছে, যেন শেষ পর্যন্ত একজন ব্যাটসম্যান থাকতে পারে। যখন আমরা একজন বাহাতি স্পিনার, পেসার বা অফ স্পিনার বাড়াতে চাচ্ছি তখন একজন ব্যাটসম্যানের ঘাটতি হয়ে যাচ্ছে। 

আবার ব্যাটসম্যান বাড়াতে গেলে একজন বোলারের ঘাটতি হয়ে যাচ্চে। আমার মনে, বোলাররা টুর্নামেন্ট জুড়ে ভালো করছে এই জন্য আমরা মোটামুটি টুর্নামেন্টের শেষ পর্যন্ত আসতে পেরেছি। অন্যথায় আরও কঠিন হত।"


আরো পড়ুন: this topic